দীঘিনালায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসী বিদ্যুত চাকমা (৪৪)–কে আটক করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে দীঘিনালার শুকনাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় লাইটগান (এলজি), ২ রাউন্ড অ্যামুনিশন, চাঁদা আদায়ের সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সশস্ত্র সদস্যরা দীঘিনালা-বাঘাইহাট সড়কে চাঁদা আদায় করছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন সদর থেকে মেজর মোঃ আবু নাঈম খন্দকারের নেতৃত্বে সেনা টহল দল ও পুলিশের একটি দল অভিযানে নামে।
অভিযানকারীরা শুকনাছড়া এলাকায় গিয়ে পাঁচজন চাঁদা আদায়কারীকে দেখতে পায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে এবং পাহাড় থেকে নিচে লাফ দেয়। মেজর নাঈম জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় বেয়ে নিচে নেমে বিদ্যুত চাকমাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে আরও দুই সেনা সদস্য সহায়তা করে তাকে নিরাপদে আটক করে।
বিদ্যুত চাকমার কাছে থাকা তিনটি শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন, চার্জার, নগদ অর্থ, চাঁদা আদায়ের রশিদ এবং একটি নোটবুক।
পরে বিদ্যুত চাকমার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি লাইটগান এবং দুই রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়। অভিযানের সময় বিদ্যুত চাকমার সঙ্গে থাকা অপর চারজন সন্ত্রাসী পালিয়ে যায়।
আটককৃত সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।