ভারতের হামলা ‘লজ্জাজনক’: মন্তব্য ট্রাম্পের

ভারতের হামলা ‘লজ্জাজনক’: মন্তব্য ট্রাম্পের

ভারতের হামলা ‘লজ্জাজনক’: মন্তব্য ট্রাম্পের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানে ভারতের সাম্প্রতিক সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটি ‘লজ্জাজনক’ ঘটনা। (সূত্র: বিবিসি)

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ওভাল অফিসে প্রবেশ করার সময়ই আমরা এই খবর পেয়েছি।” তিনি আরও বলেন, “আমি শুধু আশা করি, বিষয়টি খুব দ্রুতই শেষ হবে।”

এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন, জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর রয়টার্সের।

ভারত সরকার জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দূর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, “এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত অন্তত নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।”

পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, “এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।