বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: যৌথ কমিটির প্রথম সভা সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: যৌথ কমিটির প্রথম সভা সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: যৌথ কমিটির প্রথম সভা সফলভাবে সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির তিন দিনব্যাপী সভা ঢাকার সেনানিবাসে সফলভাবে সম্পন্ন হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ঐতিহাসিক সভা দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

৮ মে সমাপনী দিনে অনুষ্ঠিত সভায় সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল হামেদ রাফি আল-আমরি। তাঁর সঙ্গে ১৪ সদস্যের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদল অংশ নেন। বাংলাদেশ পক্ষের নেতৃত্বে ছিলেন এএফডির প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি।

বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: যৌথ কমিটির প্রথম সভা সফলভাবে সম্পন্ন

সভায় পারস্পরিক সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিক্ষা, যৌথ অনুশীলন, প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার রূপরেখা চূড়ান্ত করা হয়। আলোচনায় ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সমাপনী বক্তব্যে সৌদি দলের নেতা মেজর জেনারেল আল-আমরি বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও সৌদি আরব ভবিষ্যতে সামরিকসহ অন্যান্য ক্ষেত্রেও একসাথে কাজ করবে।

বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: যৌথ কমিটির প্রথম সভা সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই সভাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় সভা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে উভয় দেশের প্রতিনিধিরা একটি অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন এবং সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে সৌদি প্রতিনিধিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।