সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫: চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন

সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫: চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন

সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫: চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান।

তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫: চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন

প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশনের দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে, আর ৯ পদাতিক ডিভিশনের দল রানারআপ হয়।

ব্যক্তিগত পর্যায়ে ল্যান্স কর্পোরাল ইয়াসিন আরাফাত (৯ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন এবং সৈনিক মোঃ হাবিব হোসেন (৯ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে স্বীকৃতি লাভ করেন।

সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫: চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন

অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ায় কর্মরত বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

এই আয়োজনের মাধ্যমে সেনাসদস্যদের মাঝে খেলোয়াড়সুলভ মনোভাব বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।