রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরফান আলী - Southeast Asia Journal

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরফান আলী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা ও ব্যক্তিগত কারনে আগামী ৪ নভেম্বর বিদেশ সফরকে কেন্দ্র জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরফান আলী। ২রা নভেম্বর শনিবার সকালে ভারপ্রাপ্ত সভাপতি পদে আরফানকে দায়িত্ব অর্পণ করেন জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন।

এসময় জেলা ছাত্রলীগ সভাপতি বলেন, অসুস্থ্যতা ও ব্যক্তিগত কারনে আগামী ৪ঠা নভেম্বর তিনি বিদেশ যাচ্ছেন। দেশে ফিরে আসতে বেশ কিছুদিন সময় লাগবে। যতদিন পর্যন্ত তিনি দেশে ফিরবেন না, ততদিন রাঙামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আরফান আলী। তিনি রাঙামাটি জেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব অর্পনকালে অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ জেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।