ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টার যোগে খাগড়াছড়িতে ভদন্ত নন্দপাল ভান্তে - Southeast Asia Journal

ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টার যোগে খাগড়াছড়িতে ভদন্ত নন্দপাল ভান্তে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টার যোগে খাগড়াছড়ি হয়ে বাঘাইছড়ি পৌঁছেছেন বৌদ্ধ ধর্মীয় ভান্তে ভদন্ত নন্দপাল মহাস্থবির। ২রা নভেম্বর শনিবার সকালে ঢাকা সিভিল এভিয়েশন থেকে ভাড়ায় চালিত স্কয়ার এয়ার এর হেলিকপ্টার যোগে তিন জন সফর সঙ্গী সহ তিনি খাগড়াছড়ি স্টেডিয়ামে অবতরণ করেছেন।

এসময় ভদন্ত নন্দপাল ভান্তেকে ফুল দিয়ে বরণ করেন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা এমপি বাসন্তি চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমাসহ ধর্মীয় ভান্তে ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এরপর তিনি বাঘাইছড়ির অজলচুক বনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে সড়ক পথে বাঘাইছড়ির পথে রওনা দেন।

প্রসঙ্গত, ভদন্ত নন্দপাল মহাস্থবির ভান্তে ১৯৫২ সালের ১০ই মে রাঙ্গামাটি পার্বত্য জেলা শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। বর্তমান সময়ে বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে প্রবীন ও শ্রদ্ধাশীল ভান্তেদের মধ্যে ভদন্ত নন্দপাল অন্যতম ধর্মীয় গুরু। সম্প্রতি তিনি রাঙামাটির বনভান্তের দায়িত্ব নেয়ার পর ভারতে বৌদ্ধ ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে যান। সেখান থেকে ফিরে ঢাকায় একটি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে রাঙামাটির বাঘাইছড়ি অজলচুক বৌদ্ধ বিহারে চীবর দান অনুষ্ঠানে যোগ দিতেই তিনি হেলিকপ্টার যোগে খাগড়াছড়ি আসেন।