সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের আরেকটি প্রমাণ মিলেছে আজ। সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের একটি সফল অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্ব্ত্য চট্টগ্রামের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের একজন সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এ খবরে আজ রবিবার (১১ মে ২০২৫) রাত আনুমানিক ২টা নাগাদ লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি টহল দল ওই বাড়িতে ঘেরাও ও তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জীবন চাকমা (২৮) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন (১টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন), ১টি নোটবুক এবং ১টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। পরে গ্রেফতারকৃত জীবন চাকমাকে অস্ত্র ও জব্দকৃত মালামালসহ লক্ষ্মীছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র বলছে, জীবন চাকমা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সেনাবাহিনীর এই দ্রুত, সাহসী ও সফল অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর এ ধরনের সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আরও দৃঢ় তৎপরতা কামনা করেছে।

লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক বলেন, ‘পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা নিয়ে আমরা এ অঞ্চলকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।