সুনামগঞ্জ সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ২৩ টন ভারতীয় কয়লা ও সদর উপজেলায় ৫৪৩ পিস ফর্সাকারী ক্রিম, ফেইসওয়াস, সাবান, শাওয়ার জেল, এন্টিসানক্রিম, হেয়ারজেল, ফেইসপ্যাক, ফেইস ওয়াশ সাবান আটক করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় কয়লা নিয়ে একটি ট্রাক আনন্দবাজার থেকে সুনামগঞ্জে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। বিজিবির টহলদলের উপস্থিত টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
এদিকে সদর উপজেলার নারায়ণতলা সীমান্তের একটি শ্মশানঘাটে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক আটক করে বিজিবি সদস্যরা। ১০ মে গভীর রাতে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে বিজিবির রাত্রীকালীন টহল দলের সদস্যরা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানি তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় কয়লাসহ কার্গো ট্রাক ও কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।