ঐকমত্য কমিশনের সাথে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ

ঐকমত্য কমিশনের সাথে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ

ঐকমত্য কমিশনের সাথে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী ১৫ মে অনুষ্ঠাতব্য জাতীয় ঐকমত্য কমিশনের সাথে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে শাহবাগে জুলাই মঞ্চে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন অ্যাক্টিভিস্ট থোয়াই চিং মং শাক।

তিনি বলেন, ইউপিডিএফ কোনো রাষ্ট্র স্বীকৃত সংগঠন নয়, বরং একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে জাতীয় সমস্যা উল্লেখ করে বলেন, এর সমাধানে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি।

এ সময় একক কোনো সংগঠনের সাথে বৈঠক করে সমাধান আসবে না বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা থাকে।

ঐকমত্য কমিশনের সাথে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ

একইসাথে ইউপিডিএফসহ সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অপসারণসহ পাহাড় থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিও জানান তিনি।

এসময় সরকারের ৫ দফা দাবিও জানান তিনি। দাবিগুলো হলো;

১। ১৫ মে ইউপিডিএফ-এর সঙ্গে নির্ধারিত বৈঠক অবিলম্বে বাতিল করতে হবে।

২। ঐকমত্য কমিশন থেকে ড. ইফতেখারসহ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সহযোগীদের অপসারণ করতে হবে।

৩। ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ ও তাদের অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

৪। সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

৫। রাষ্ট্রদ্রোহী সন্তু লারমার প্রটোকলপ্রাপ্ত অবস্থান বাতিল করে তার ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, “স্বায়ত্তশাসনের নামে অন্যকোনো রাষ্ট্র গঠনের স্বপ্ন বাংলার মাটিতে কখনো বাস্তবায়ন হবে না। পার্বত্য চট্টগ্রাম চিরকালই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।