ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ঠেকাতে একাট্টা বিজিবি-স্থানীয়রা

নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় সহায়তা চেয়ে ভোর ৩.৩০ মিনিটের দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সীমান্তে জড়ো করে বিজিবি।
শুক্রবার (১৬ মে) ভোরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সীমান্তে জড়ো হতে অনুরোধ করা হয়। সেখানে যাওয়ার পর বিজিবি পুশইনের বিষয়ে সবাইকে অবগত করে সহযোগিতা চায়। এসময় স্থানীয়রা দেশিয় অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। গ্রামবাসী ও বিজিবির শক্ত অবস্থানের কারণে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিএসএফ পুশইন করতে চাইলে বিজিবি শক্তভাবে তা প্রতিহত করেছে। কোন ধরনের গোলা-গুলির ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।