মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি ভারতীয় ওয়ান শুটারগান, ৪৫ রাউন্ড গুলি ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত ১টার দিকে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।

মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর কবরস্থানে চোরাচালানিরা অস্ত্র গুলি লুকিয়ে রেখেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে চোরাচালানিদেরকে না পাওয়া গেলেও তাদের ফেলে রাখা একটি ১টি ভারতীয় ওয়ান শুটার পিস্তল, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮টি ব্যবহৃত ১২ গেজ গুলির খোসা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র গুলি ও গুলির খোসা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।