রাজনগর ব্যাটালিয়ন কাপ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সর্বাতলী বয়েজ ক্লাব
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত “রাজনগর জোন কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। জোন সদর সংলগ্ন মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় ৬টি দল।
গত ৭ মে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন অধিনায়ক টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে পাহাড়ি ও বাঙালি জনগণের উৎসবমুখর উপস্থিতি ফুটিয়ে তোলে খেলাধুলার প্রতি পার্বত্য অঞ্চলের মানুষের আগ্রহ ও সম্প্রীতির দৃশ্য।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় গতকাল ১৫ মে (বৃহস্পতিবার), যেখানে মুখোমুখি হয় পূর্ব রাঙ্গীপাড়া ও সর্বাতলী বয়েজ ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-০ সেটে পূর্ব রাঙ্গীপাড়াকে পরাজিত করে সর্বাতলী বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় বিজিবি রাজনগর ব্যাটালিয়ন অধিনায়ক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও মেডেল বিতরণ করেন। এছাড়া টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করা হয়। খেলায় স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সহস্রাধিক ক্রীড়ামোদীর অংশগ্রহণে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সমাপনী বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আমরা নিয়মিত সামাজিক কর্মকাণ্ড যেমন—শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণসহ খেলাধুলার আয়োজন করে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “খেলাধুলা যেমন মানসিক প্রশান্তি আনে, তেমনি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন চলমান থাকবে।”
বিজিবি’র এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মাঝে বন্ধন দৃঢ় করার পাশাপাশি যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।