সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসী বাবুধন চাকমার বিরুদ্ধে জনরোষ, গ্রেফতারের দাবি

সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসী বাবুধন চাকমার বিরুদ্ধে জনরোষ, গ্রেফতারের দাবি

সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসী বাবুধন চাকমার বিরুদ্ধে জনরোষ, গ্রেফতারের দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উজোবাজার এলাকার প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র দল ইউপিডিএফের কথিত নেতা বাবুধন চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও প্রকাশ্যে হুমকির অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে দিঘীনালা-সাজেক সড়কের বাঘাইহাট বাজার এলাকায় দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে এই সন্ত্রাসীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ (মূল) এর মদদপুষ্ট সন্ত্রাসী বাবুধন চাকমা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চাঁদাবাজি, অস্ত্রের মুখে সাধারণ মানুষকে ভয় দেখানো, সড়ক অবরোধ ও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। অথচ বারবার অভিযোগ দিয়েও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত ব্যবস্থা না নিলে সাজেক থানা ও বাঘাইহাট জোনের সামনে অবস্থান কর্মসূচিতে যাবো।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউপিডিএফ দলের কথিত ‘বিচার বিভাগীয় সমন্বয়ক’ বাবুধন চাকমা দিনদুপুরে প্রকাশ্যে চাঁদা দাবি করছে, হুমকি দিচ্ছে এবং সাধারণ পাহাড়িদের জোরপূর্বক মিছিল-সমাবেশ করতে বাধ্য করছে। তিনি গঙ্গারাম বাজার, মাসালং বাজার, রেতকাবা মুখসহ সাজেকের বিভিন্ন এলাকায় নিজের আধিপত্য কায়েমে মরিয়া হয়ে উঠেছেন।

বাবুধন চাকমার সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্য এলাকায় নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, তিনি প্রকাশ্যে বলেছেন, “আমি ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা, আমার দলের সশস্ত্র সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। আমার কথার বাইরে গেলে কেউ বাঁচতে পারবে না। প্রশাসন আমাদের কিছু করতে পারবে না।”

এমন স্পষ্ট হুমকি, অপরাধমূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেও এখনো প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি তাকে দ্রুত গ্রেফতার না করা হয়, তবে পাহাড়ি-বাঙালি সংঘাত তৈরি হয়ে বড় ধরনের দাঙ্গার আশঙ্কা রয়েছে।”

উল্লেখ্য, সাজেকের মতো শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পর্যটন অঞ্চলে ইউপিডিএফের মতো সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা ও একজন চিহ্নিত সন্ত্রাসীর প্রকাশ্য হুমকি দেশের নিরাপত্তা ও পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। প্রশাসনের উচিত অবিলম্বে কঠোর পদক্ষেপ নিয়ে বাবুধন চাকমাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা, যাতে করে এলাকায় শান্তি ফিরে আসে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা পুনঃস্থাপিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।