লক্ষ্মীছড়িতে ঐতিহ্যবাহী বলিখেলা ও চরক পূজায় সেনাবাহিনীর নিরাপত্তা ও আর্থিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ২নং দুল্যাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় অনুষ্ঠিত হয়েছে ১৫৮তম ঐতিহ্যবাহী চরক পূজা ও বলিখেলা। বহু বছর ধরে চলে আসা এই আয়োজন দেখতে বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী ও ভক্তরা উপস্থিত হন।
এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। তাদের সহায়তায় পূজা ও খেলাধুলার অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
গতকাল শুক্রবার (২৩ মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মীর মোহাম্মদ ফাহদ বিন আসাদ। তিনি বলি খেলা শেষে চ্যাম্পিয়ন বলী কুমিল্লার রাশেদ মালের হাতে পুরস্কার তুলে দেন। রানারআপ পুরস্কার গ্রহণ করেন খাগড়াছড়ির সুমন বলী। ৩য় স্থান অর্জন করেন খাগড়াছড়ির আরেশে মারমা।
এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটুকু কুমার বড়ুয়া, থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম জোনের পক্ষ থেকে আয়োজকদের শুভেচ্ছা জানান এবং বলেন, “এই ধরনের উৎসব পাহাড়ে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। লক্ষীছড়ি জোন ভবিষ্যতেও এই ধরণের যেকোনো সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনে পাশে থাকবে।”
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই সহযোগিতাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বলেন, “সেনাবাহিনীর উপস্থিতি ও সহায়তা ছাড়া এতবড় আয়োজন নির্বিঘ্নে করা সম্ভব হতো না।”
উল্লেখ্য, মাস্টার পাড়ার বলিখেলা শুধু একটি প্রতিযোগিতামূলক খেলা নয়, বরং এটি স্থানীয় ঐতিহ্য, বিশ্বাস ও সামাজিক বন্ধনের প্রতীক। সেনাবাহিনীর সহযোগিতায় এই আয়োজনে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মত দিয়েছেন এলাকাবাসী ও আগত অতিথিরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।