কোটি টাকার চিংড়িরেণু ফেলে পালালো চোরাকারবারিরা

কোটি টাকার চিংড়িরেণু ফেলে পালালো চোরাকারবারিরা

কোটি টাকার চিংড়িরেণু ফেলে পালালো চোরাকারবারিরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত রেণু পোনার মূল্য এক কোটি ২০ হাজার টাকা।

বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মাছের ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাক তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত রেণু পোনা কাস্টমসে জমা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।