সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় সিন্দুকছড়ি জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি।

তিনি বলেন, “পাহাড়ে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের পাশে থেকে কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাহাড় হবে উন্নয়ন ও সহাবস্থানের অনন্য উদাহরণ।”

সভায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মোঃ মাহামুদুল হাসান, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, সাথৈইপ্রু চৌধুরী, অনিময় চাকমা, অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোঃ রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাম্প্রতিক সামাজিক সমস্যা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল—বিজিডি কার্ড বিতরণে অনিয়ম, সড়ক দুর্ঘটনা ও যানবাহনের অনিয়ন্ত্রিত গতি, অবৈধ টাকা উত্তোলন, বালু ও কাঠ পাচার, পাহাড় কাটা, বাজার ব্যবস্থাপনা, মাদকদ্রব্য ও চোরাচালান রোধ, অপহরণ ও খুনঘুম সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন এবং পাহাড় থেকে সন্ত্রাস নির্মূলের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন।

সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিল সিন্দুকছড়ি জোন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।