রৌমারী সীমা‌ন্তে পুশ ইনে ব্যর্থ হয়ে বিএসএফের কক‌টেল বিস্ফোরণ

রৌমারী সীমা‌ন্তে পুশ ইনে ব্যর্থ হয়ে বিএসএফের কক‌টেল বিস্ফোরণ

রৌমারী সীমা‌ন্তে পুশ ইনে ব্যর্থ হয়ে বিএসএফের কক‌টেল বিস্ফোরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইনে ব্যর্থ হ‌য়ে কক‌টেল বিস্ফোরণ ঘটিয়ে জনম‌নে আতঙ্ক সৃ‌ষ্টির অ‌ভি‌যোগ উঠে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরু‌দ্ধে।

বুধবার (২৮ মে) রাত ১০টার দি‌কে উপজলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তের-১০৬৪ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়‌দের বরাত দি‌য়ে রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কা‌ছে ভারতের আসাম রাজ্যের সাহাপাড়া বিওপি ক্যাম্পে বেশ কিছু মানুষ ও ক‌য়েক‌টি গা‌ড়ির জটলা দেখ‌তে পায় এলাকাবাসী। খবর পে‌য়ে এলাকাবাসী ও বি‌জি‌বির সতর্কতার কার‌ণে পুশ ইনে ব্যর্থ হয় বিএসএফ। এ সময় ভার‌তের ভূখণ্ডে এক‌টি বিকট শব্দ হয়।

চান্দারচর সীমান্তের বাসিন্দা, ফি‌রোজ মি‌য়া, মামুন হো‌সেন বলেন, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উড়ছে। গ্রামের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছিল। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু কয়েকজনকে এনে দাঁড় করিয়ে রেখেছে।

এ বিষ‌য়ে রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানার বক্তব্য নি‌তে তার মু‌ঠো‌ফো‌নে কল করা হ‌লে সে‌টি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

ত‌বে জামালপুর ব্যাটা‌লিয়‌নের-৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ্যাডজু‌টেন্ট শামসুল হক বলে, কক‌টেল বি‌স্ফোর‌ণের ঘটনা আমা‌দের জানা নেই। তাছাড়া পুশ ইন ঠেকা‌তে আমা‌দের বি‌জি‌বি সদস্যরা সীমা‌ন্তে ক‌ঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৭ মে) ভোর রাত ৪টার দি‌কে রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে-১০৬৭ সীমানা পিলা‌রে নো ম্যান্স ল্যান্ডে ১৪ ভারতীয় নাগ‌রিক‌কে পুশ ইন ক‌রে বিএসএফ। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে ক‌য়েক রাউন্ড গোলাগুলি হ‌য়। প‌রে বাংলা‌দে‌শের আকা‌শে ড্রো‌ন উড়ি‌য়ে ভী‌তিকর প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি কর বিএসএফ। সেই থে‌কে রৌমারী সীমা‌ন্তে টানটান উত্তেজনা বিরাজ কর‌ছে ব‌লে জানান স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।