ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে বরকলে পিসিসিপির শোকসভা ও বিক্ষোভ

ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে বরকলে পিসিসিপির শোকসভা ও বিক্ষোভ

ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে বরকলে পিসিসিপির শোকসভা ও বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় ১৯৮৪ সালের ৩১ মে সংঘটিত ভয়াবহ গণহত্যার ৪১ বছর পার হলেও আজও বিচার না হওয়ায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এদিন চার শতাধিক নিরীহ বাঙালি নারী-পুরুষ পাহাড়ি সন্ত্রাসী সংগঠন জেএসএস-এর সশস্ত্র শাখা শান্তি বাহিনীর হাতে নির্মমভাবে প্রাণ হারান।

গণহত্যার স্মরণে প্রতি বছরের মতো এবারও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বরকল উপজেলা শাখার আয়োজনে শোকসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ মে) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে ভূষণছড়া গণহত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের বিচারের আওতায় আনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়।

ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে বরকলে পিসিসিপির শোকসভা ও বিক্ষোভ

শোকসভায় সভাপতিত্ব করেন পিসিসিপির বরকল উপজেলা সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ঈসমাইল গাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ।

সভায় আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সমাজসেবক মো. জাকির, মো. সিদ্দিক ব্যাপারী, শাহ আলম সওদাগর, সুলতান মন্ডল, মো. নজরুল, স্থানীয় জনপ্রতিনিধি জলিল মেম্বার, নাগরিক প্রতিনিধি মো. কামাল উদ্দিন, পিসিসিপির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ মোশারফ হোসেন প্রমুখ।

ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে বরকলে পিসিসিপির শোকসভা ও বিক্ষোভ

বক্তারা বলেন, ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামে বারবার বাঙালিদের উপর ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো হলেও কোনো ঘটনারই বিচার হয়নি। বরং দিন দিন জেএসএস ও ইউপিডিএফ-এর সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ বেড়েই চলেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে জেএসএস ও ইউপিডিএফ-এর সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তারা ভূষণছড়া গণহত্যার বিচার, পার্বত্য এলাকায় সকল হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি, প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন এবং শান্তিচুক্তি পরবর্তী এলাকায় সন্ত্রাস দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।