যমুনা সেতুর টোল প্লাজায় সেনাবাহিনী-র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

যমুনা সেতুর টোল প্লাজায় সেনাবাহিনী-র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

যমুনা সেতুর টোল প্লাজায় সেনাবাহিনী-র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকায় যমুনা সেতুর টোল প্লাজার উত্তরে ঢাকা-রংপুর মহাসড়কে যৌথ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাব-১২। এসময় মাদক বহনের দায়ে একজনকে হাতেনাতে আটক করা হয়।

আজ শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং র‌্যাব-১২ এর একটি মোবাইল টিম যৌথভাবে যমুনা সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ফেনসিডিলের ১০০টি বোতল পাওয়া যায়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য যমুনা পশ্চিম থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মাদক ও চোরাচালান প্রতিরোধে দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে তল্লাশি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন।

সেনাবাহিনী জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের চলাচল বেড়ে যাওয়ায় অপরাধীরা যাতে সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যে সেনাবাহিনী, র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।

মাদকবিরোধী এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা সেনাবাহিনী ও র‌্যাবের কার্যকর তৎপরতার প্রশংসা করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।