রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মোঃ রফিক নামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এএসআই ইউছুপ ও এএসআই আবু হানিফ অভিযান চালিয়ে বাঘাইছড়ি পৌরসভার মডেল টাউন এলাকা থেকে তাকে আটক করে বলে জানা যায়। আটককৃত রফিক একই এলাকার বাসিন্দা জাহিদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর আলম জানান, আটককৃত ব্যক্তি এর আগেও একাধিকবার মাদক সহ পুলিশের হাতে আটক হয়েছিলো। প্রতিবারই আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে পুনরায় মাদক কারবারে যুক্ত হয়। ওসি জানান, আগামীকাল ২৪ নভেম্বর রবিবার সকালে তাকে রাঙ্গামাটি আদালতে প্রেরন করা হবে।