পুনরায় কুজেন্দ্রকে সভাপতি ও নির্মলেন্দুকে সম্পাদক করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর পুনরায় কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও দিদারুল আলম দিদারকে সাংগঠনিক সম্পাদক করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর রবিবার খাগড়াছড়ি জেলা ষ্টেডিয়ামে আয়োজিত সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমাসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুল আলম হানিফ বলেন, খাগড়াছড়ি তথা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুগান্তরকারী নানা কর্মসূচী বাস্তবায়ন করেছেন। শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগ সরকার উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার পাহাড় আর সমতলের মধ্যে কোন ধরণের পাথর্ক্য না রেখে সমানতালে পাহাড়কেও এগিয়ে নিতে কাজ করছেন। এরই মধ্যে পার্বত্য চট্টগ্রামের অবকাঠামোগত পরিবর্তন সহ এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও সরকার সাফল্যের স্বাক্ষর রেখেছেন। শিক্ষা খাতে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মাহাবুবুল আলম হানিফ বলেন, সরকার পাহাড়ে পাহাড়ী-বাঙ্গালী উভয় সম্প্রদায়ের শিশুদের লেখা-পড়ায় বিশেষ নজর দিচ্ছেন। ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ির উন্নয়নে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিকেলে সম্মেলনের ২য় অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সর্বসম্মতিক্রমে বর্তমান জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পুনরায় সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।
প্রসঙ্গত, গত ২০১২ সালে সর্বশেষ অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সম্মেলনে তৎকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা সভাপতি এবং জাহেদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
