কেএনএফের ইউনিফর্ম তৈরির কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রামে কারখানা মালিকসহ গ্রেপ্তার ৪
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ইউনিফর্ম তৈরিতে ব্যবহৃত কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তরিকুল ইসলাম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য এবং প্রতিষ্ঠানটির মালিক আবদুচ ছালামের ভাই।
গ্রেপ্তার অপর তিনজন হলেন—সিনিয়র মার্কেটিং ম্যানেজার তৌহিদুল ইসলাম, সহকারী ম্যানেজার (মাস্টিং) জামালুল ইসলাম এবং সিনিয়র প্রোডাকশন ম্যানেজার আতিকুর রহমান। তাদের বায়েজীদ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চান্দগাঁও শিল্প এলাকার ওই কারখানায় সোমবার (২ জুন) বিকেলে অভিযান চালানো হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, “তিন দফা অভিযানে জব্দ হওয়া কেএনএফের ইউনিফর্মে ব্যবহৃত কাপড় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড থেকেই সরবরাহ করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরাও বিষয়টি স্বীকার করেছেন।”
তিনি আরও জানান, অভিযানে উদ্ধার হওয়া কাপড়গুলো কমলা রঙের এবং সেগুলো কেএনএফের ইউনিফর্মের সঙ্গে পুরোপুরি না মেললেও তাদের সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
এর আগে, ১৭ মে নয়াহাটের রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস, ১৮ মে একটি গোডাউন থেকে ১১ হাজার ৭৮৫ পিস এবং সর্বশেষ ২৮ মে পাহাড়তলীর নূর ফ্যাশন কারখানা থেকে আরও ১৫ হাজার পিস কেএনএফের ইউনিফর্ম উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত সংগঠনটির ৪৭ হাজারের বেশি ইউনিফর্ম জব্দ করেছে।
এই ঘটনায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই কোটি টাকার চুক্তিতে এসব ইউনিফর্ম তৈরির অর্ডার দেওয়া হয়েছিল। এ ঘটনায় রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলামসহ আরও দুইজন—গোলাম আজম ও নিয়াজ হায়দার—কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গোলাম ও নিয়াজই অর্ডার সংগ্রহের দায়িত্বে ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
