ঈদ-উল আজহা উপলক্ষে পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ মঙ্গলবার সকালে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের অধিনস্ত পানছড়ি সাব জোনের উদ্যোগে মোহাম্মদপুর, মোল্লাপাড়া ও জিয়ানগর এলাকার ৩০টি পরিবারের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।
পানছড়ি সাব জোন কমান্ডার নিজেই উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদের আগে এমন উপহার পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের সাথে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।