সিরাজগঞ্জে ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
অস্বাস্থ্যকর পরিবেশে এবং অননুমোদিত ফুড কালার ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী এলাকায় একটি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে রেইনবো আইস ললি ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল।
অভিযানকালে ফ্যাক্টরির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা আইস ললি ও শিশু খাদ্য পাওয়া যায়। পরে প্রায় ৫০ বস্তা ভেজাল আইস ললি এবং তিন হাজারেরও বেশি ক্ষতিকর শিশু খাদ্য ধ্বংস করা হয়।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়, শহরের বিভিন্ন কারখানায় অস্বাস্থ্যকর ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্য তৈরি হচ্ছে—এমন খবরে এ অভিযান চালানো হয়। এসব পণ্য
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।