পুশইন ও চোরাচালান ঠেকাতে মিজোরাম-ত্রিপুরা সীমান্তে বিজিবির নজরদারি
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও আশপাশের সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় তৎপর রয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।
সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদার করার ফলে ভারত সীমান্তবর্তী মারিশ্যা, বাঘাইহাট ও বাবুছড়া এলাকার ২১৫ কিলোমিটার সীমান্ত দিয়ে কোন ধরনের পুশইন ও চোরাচালান হয়নি বলে জানায় বিজিবি।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাজেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী সংবাদ সম্মেলন করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, সমতলের চেয়ে দুর্গম পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তার বিষয় জটিল তারপরও বিজিবি সদস্যদের নিরলস প্রচেষ্টা এবং দিবারাত্রি টহল জোরদার করার ফলে ২১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে সক্ষম হয়েছে বিজিবি।
সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকানোর পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও চিকিৎসা সেবায় ভুমিকা রাখছে বিজিবি।
এদিকে, একইদিনে জেলার লংগদু উপজেলায় এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে বিজিবি। সংবাদ সম্মেলনে পুশইন ঠেকাতে বিজিবির তৎপরতা তুলে ধরেন, রাজনগর বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল নাহিদ হাছান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।