থানচি-রুমা সীমান্তে পাহাড়িদের সাথে সেনাবাহিনীর ঈদ উদযাপন

থানচি-রুমা সীমান্তে পাহাড়িদের সাথে সেনাবাহিনীর ঈদ উদযাপন

থানচি-রুমা সীমান্তে পাহাড়িদের সাথে সেনাবাহিনীর ঈদ উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ জুন) দুপুরে বাকলাই সাব জোন ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেনা সদস্যরা এবং স্থানীয় জনগোষ্ঠীর গন্যমান্য ব্যক্তিবর্গ।

সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে আয়োজিত এই ঈদ শুভেচ্ছা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলাই সাব জোনের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম মঈন।

তিনি বলেন, “পাহাড়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আত্ম-সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা চলবে।”

অনুষ্ঠানে রুমা উপজেলার বাকলাই বম পাড়া ও দুলাচরণ ম্রো পাড়া এবং থানচি উপজেলার প্রাতা বম পাড়া, সেরকর বম পাড়া ও সিত্লাংপি বম পাড়া থেকে আগত অর্ধশতাধিক বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় কারবারীসহ নানা শ্রেণিপেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা এবং স্থানীয় ব্লগার জাহিদুল ইসলাম ইমন উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন মঈনুল আরও বলেন, “বাকলাই সাব জোন এলাকায় অবস্থানরত সব সম্প্রদায়ের নিরাপত্তা বিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর দায়িত্বের অংশ। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখুক।”

এই আয়োজন স্থানীয়দের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেয় এবং সেনাবাহিনীর সঙ্গে জনগণের সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।