টানা বৃষ্টিতে প্লাবিত সিলেটের নবীগঞ্জের গ্রাম, ঈদে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
সিলেট অঞ্চলে টানা ভারি বর্ষণের ফলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বন্যাকবলিত গ্রামবাসীদের অনেকে স্থানীয় একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে ঈদুল আজহার দিনে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৭ জুন) বানিয়াচং, হবিগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে ওই আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১২০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এদের মধ্যে ৩৪ জন সনাতন ধর্মাবলম্বীও ছিলেন, যাঁরা সবাই সমানভাবে এ সহায়তা পেয়েছেন।
এই মানবিক কার্যক্রমের উদ্যোগ নেয় ১৭ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং দুর্গতদের প্রতি সহমর্মিতা জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “এটি কেবল তাৎক্ষণিক সহায়তা নয়। বরং দেশের সাধারণ মানুষের প্রতি একটি বার্তা—সেনাবাহিনী সবসময়ই জনগণের সঙ্গে সুখে-দুঃখে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
স্থানীয়ভাবে এই সহায়তা প্রশংসিত হয়েছে এবং দুর্গতদের অনেকেই সেনাবাহিনীর এই সহমর্মিতাপূর্ণ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।