সিরাজগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
![]()
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় আজ সোমবার (৯ জুন) সকাল ১০টার দিকে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র জানায়, আগের রাতের একটি বিরোধকে কেন্দ্র করেই এদিন সকাল থেকে সংঘর্ষ শুরু হয় এবং তা দ্রুত ব্যাপক আকার ধারণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অংশ নেওয়া উভয় পক্ষ লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র ও জ্বলন্ত বস্তু ব্যবহার করে। এতে প্রায় আট থেকে দশটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মাত্র ৩০ মিনিটের মধ্যেই বহু সম্পদের ক্ষয়ক্ষতি ঘটে।
এ অবস্থায় দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে যৌথ বাহিনী, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনীর একটি টহল দল। তাদের উপস্থিতিতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্য যাচাই করা হচ্ছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এই ঘটনার পেছনে থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তা জোরদার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কান্দাপাড়ায় সাম্প্রতিক সময়ে জমি সংক্রান্ত বিরোধসহ একাধিক সামাজিক ইস্যু ঘিরে উত্তেজনা বিরাজ করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের ধারণা, এসব পূর্ববর্তী বিরোধই আজকের সংঘর্ষের পেছনে ভূমিকা রেখেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি তদন্তে প্রশাসন একটি বিশেষ টিম গঠন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।