সাগরপথে মালয়েশিয়াগামী ২৫ রোহিঙ্গা নারী-পুরুষ উদ্ধার - Southeast Asia Journal

সাগরপথে মালয়েশিয়াগামী ২৫ রোহিঙ্গা নারী-পুরুষ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ২৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ নভেম্বর বিকেলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের প্যারাবন থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানা গেছে। সূত্র জানায়, উদ্ধারকৃত রোহিঙ্গাদের মালয়েশিয়া নেবার কথা বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয় পাচারকারীরা। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ জন পুরুষ, ১২ জন নারী ও দুই শিশু রয়েছে। তারা টেকনাফের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে পুলিশের নিকট স্বীকার করেছেন।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে ওঠায় পাচারকারী একটি চক্র। এরপর মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের প্যারাবনে এসে মালয়েশিয়া পৌঁছে গেছে বলে তাদের ট্রলার থেকে নামিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাদিয়ার প্যারাবন থেকে তাদের উদ্ধার করে পুলিশ। ওসি জানিয়েছেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনি কার্যক্রম শেষে তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে।