কোস্টগার্ডের অভিযানে টেকনাফে বিদেশী মদসহ মিয়ানমারের নাগরিক আটক - Southeast Asia Journal

কোস্টগার্ডের অভিযানে টেকনাফে বিদেশী মদসহ মিয়ানমারের নাগরিক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে টেকনাফে একটি বাণিজ্যিক জাহাজে অভিযান চালিয়ে ২১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি ও ১৩০টি চ্যাং ক্লাসিক ব্র্যান্ডের বিয়ার সহ ছটি (৩৫) নামের এক মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। ২৫ নভেম্বর সোমবার দুপুরে তাকে আটক করা হয়েছে বলে জানা যায়। আটককৃত ছটি মিয়ানমারের আকিয়াব জেলার লাডো অকিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক বলেছেন, গত ২৪ নভেম্বর রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অন্তর্গত সাইরং খালে অভিযান চালিয়ে বিসিজি স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ২১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি উদ্ধার করা হয়। ক্যানের মধ্যে ১৩০টি চ্যাং ক্লাসিক ব্র্যান্ডের বিয়ার রয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদে আটককৃত ছটি জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে বিয়ার ও হুইস্কি মিয়ানমার থেকে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ছটি এবং জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।