বান্দরবানে সেনা অভিযানে ৯ জেএসএস সন্ত্রাসী আটক, অস্ত্র ও নানা সরঞ্জাম উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সফল সাঁড়াশি অভিযানে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস এর ৯ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও বিপুল সরঞ্জামসহ আটক করা হয়েছে।
আজ শুক্রবার (২০ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনায় ও আলীকদম জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ এর নেতৃত্বে আলীকদম সেনা জোনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চালানো হয় সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পূর্ণবাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়া এলাকায়।
আটককৃত সন্ত্রাসীরা হলেন: আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)।
আলীকদম সেনা জোনের প্রাথমিক তদন্তে উঠে আসে, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জেএসএস (সন্তু) এর হয়ে এলাকায় অবৈধ চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করে আসছিল।
উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিলো, ৪টি গাদা বন্দুক, ২টি ব্যারেল, ৩টি ছুরি, ১টি ইউনিফর্মের নিচের অংশ, ২ জোড়া বুট, ১টি ট্যাব, ২টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ইলেকট্রিক তার।
আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
শান্তি প্রতিষ্ঠা অভিযান চলবে
জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, এলাকাবাসীকে পাহাড়ি সন্ত্রাসীদের কোনো ধরনের চাঁদা না দেওয়ার আহ্বান জানান এবং সন্ত্রাসীদের চাঁদা দাবির ঘটনা সেনাবাহিনীকে জানাতে অনুরোধ করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, আলীকদম ও লামা এলাকায় চাঁদাবাজদের কোনো ছাড় নেই। বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই অভিযান আবারও প্রমাণ করলো—বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের অখন্ডতা রক্ষা নয়, পাহাড়ি জনপদের ভেতরেও শান্তি, নিরাপত্তা এবং চাঁদামুক্ত সমাজ প্রতিষ্ঠায় সর্বদা সক্রিয়। জেএসএস এর মতো অস্ত্রধারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের দমন অভিযান ভবিষ্যতেও পাহাড়ে শান্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।