নৌবাহিনীতে চাকরির নামে প্রতারণা: খুলনায় ভুয়া নিয়োগচক্রের তিন সদস্য আটক

নৌবাহিনীতে চাকরির নামে প্রতারণা: খুলনায় ভুয়া নিয়োগচক্রের তিন সদস্য আটক

নৌবাহিনীতে চাকরির নামে প্রতারণা: খুলনায় ভুয়া নিয়োগচক্রের তিন সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনীর নিরবচ্ছিন্ন নজরদারি ও তাৎক্ষণিক অভিযানে নাবিক পদে চাকরি দেওয়ার ভুয়া আশ্বাসে প্রতারণাকালে এক চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। খুলনার গোয়ালখালী মোড় এলাকায় পরিচালিত এই অভিযানে মোঃ তরিকুল ইসলাম ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

অভিযুক্তরা নিজেদের নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া নিয়োগপত্র, নৌবাহিনীর নাম ব্যবহার করে তৈরি নকল সিল, জাল চেক, নথিপত্র এবং প্রতারণায় ব্যবহৃত একটি গাড়ি।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বাহিনীতে নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। শুধুমাত্র যোগ্য ও মেধাবী তরুণরাই এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পান।

নৌবাহিনী সতর্ক করেছে, এমন প্রতারণার শিকার না হয়ে যেকোনো সন্দেহজনক প্রস্তাব বা আচরণ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানাতে।
তাদের প্রতিশ্রুতি, দেশের প্রতি দায়িত্বশীল ও যোগ্য তরুণদের জন্য একটি সুশৃঙ্খল, স্বচ্ছ এবং ন্যায্য নিয়োগ ব্যবস্থা বজায় রাখাই বাংলাদেশ নৌবাহিনীর অঙ্গীকার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।