সিলেটে সীমান্তে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

সিলেটে সীমান্তে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

সিলেটে সীমান্তে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌনে ২ কোটি টাকার চোরাই পশু এবং পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টিম বৃহস্পতিবার (১৯ জুন) রাত ও শুক্রবার (২০ জুন) ভোরে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, দমদমিয়া, পান্থুমাই, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর বিওপি’র টিম ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৬৫০ টাকার ভারতীয় শাড়ি, ক্রিম, গরু, সুপারি, কম্বল, জিরা, চকলেট ও মদ এবং বাংলাদেশ হতে পাচার হতে যাওয়া শিং মাছ জব্দ করে।

এছাড়া চোরাচালান পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বিজিবি।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।