জরুরি মুহূর্তে রক্তদান: দিনাজপুরে প্রসূতির প্রাণ বাঁচালেন টহলরত সেনা সদস্য

জরুরি মুহূর্তে রক্তদান: দিনাজপুরে প্রসূতির প্রাণ বাঁচালেন টহলরত সেনা সদস্য

জরুরি মুহূর্তে রক্তদান: দিনাজপুরে প্রসূতির প্রাণ বাঁচালেন টহলরত সেনা সদস্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিনাজপুরে জরুরি মুহূর্তে রক্তদান করে এক প্রসূতি মায়ের জীবন বাঁচালেন দায়িত্বপালনরত এক সেনা সদস্য। শুক্রবার (২০ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেনা সদস্যের এই মানবিক উদ্যোগে রক্ষা পায় বোচাগঞ্জ উপজেলার মুলদুয়ার ডাঙ্গিপাড়ার শ্রাবন্তী রায় (২৬) নামের এক প্রসূতির প্রাণ।

রোগীর স্বামী সন্তোষ চন্দ্র রায় জানান, তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে রক্তক্ষরণজনিত জটিলতায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, রোগীর জরুরিভাবে ‘ও’ পজিটিভ রক্তের প্রয়োজন। তবে হাসপাতালে ও আশপাশে দ্রুত রক্তের ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না।

ঠিক এমন সময় হাসপাতালের সামনের রাস্তায় টহলরত সেনাবাহিনীর একটি দলকে দেখতে পান সন্তোষ। তিনি ছুটে গিয়ে টহল দলের ক্যাম্প কমান্ডারকে বিষয়টি জানান। তখনই দলনেতা তাৎক্ষণিকভাবে নিজ বাহিনীর একজন ‘ও’ পজিটিভ রক্তধারী সেনা সদস্যকে রক্ত দেওয়ার নির্দেশ দেন। এরপর দ্রুত হাসপাতালে এনে রক্তদান করেন ওই সেনা সদস্য।

চিকিৎসকরা জানান, দ্রুত রক্ত সংস্থানের ফলে রোগীর অবস্থা স্থিতিশীল হয় এবং জটিল পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, “সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন সংবেদনশীল সময়ের তাৎক্ষণিক সাড়া প্রসূতির জীবন বাঁচিয়েছে।”

রোগীর পরিবার সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সেনা সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে ডিউটিরত সেনা সদস্য এবং ক্যাম্প কমান্ডার নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তারা বলেন, “আমরা কাজ করি দেশ ও মানুষের জন্য, নামের জন্য নয়।”

দিনাজপুরে টহলরত সেনা দল নিয়মিত জননিরাপত্তার পাশাপাশি নানা মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে—এ ঘটনাও তার এক উজ্জ্বল উদাহরণ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।