গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঞ্জাবে ভারতীয় সেনা জওয়ানসহ দু’জন গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঞ্জাবে ভারতীয় সেনা জওয়ানসহ দু’জন গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঞ্জাবে ভারতীয় সেনা জওয়ানসহ দু’জন গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর (গ্রামীণ) জেলা থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানসহ দু’জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন গুরপ্রীত সিং ওরফে গোপি ফৌজি এবং সাহিল মাসিহ ওরফে শালি।

জেলার পুলিশ সুপার মানিন্দর সিংহ জানান, গুরপ্রীত সিং ২০১৬ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং গ্রেফতারের সময় তিনি জম্মুতে পোস্টেড ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তিনি সরাসরি আইএসআই-এর কর্মকর্তা রানা জাভেদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য ইউএসবি ড্রাইভের মাধ্যমে পাকিস্তানে পাচার করতেন।

অভিযুক্তদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ, যেগুলোর মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হতো। ফরেনসিক পরীক্ষায় এসব ফোনে গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এই গ্রেফতারকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে নিরাপত্তা বিশ্লেষকরা। পুলিশ জানিয়েছে, গুরপ্রীতের কাছে পহেলগাম হামলা সংক্রান্ত পূর্ববর্তী তথ্য থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, আটক ব্যক্তিদের সঙ্গে কোনো দেশীয় বা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না। পাশাপাশি, তারা সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা সংক্রান্ত কী কী গোপন তথ্য পাচার করেছে, তা-ও যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতজুড়ে সেনাবাহিনীর ভেতর থেকে তথ্য পাচার এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ায়, গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।