বাঘাইছড়ির দূর্গম দোসরে বেনুবিহার উপসনালয়ে বিজিবির সুপেয় পানির সরঞ্জাম বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দূর্গম দোসর এলাকায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে আজ বেনুবিহার বৌদ্ধ উপসনালয়ে সুপেয় পানির সরঞ্জাম হিসেবে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
দোসর বিজিবি ক্যাম্পের আওতাধীন এই উদ্যোগে উপসনালয়ের জন্য নিরবচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতেই এই সহায়তা প্রদান করা হয়।
পানির ট্যাংকটি উপসনালয়ের সভাপতি শান্তিপ্রিয় চাকমা, সাধারণ সম্পাদক রেন্টু চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধি বিনয় চাকমার হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
তিনি বলেন, “নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনসাধারণের কল্যাণে বিজিবি সবসময় পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, দুর্গম পার্বত্য অঞ্চলে সীমান্ত সুরক্ষা ছাড়াও মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় বিজিবি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
