সিলেটে বিজিবির উদ্যোগে মাদকবিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটে বিজিবির উদ্যোগে মাদকবিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটে বিজিবির উদ্যোগে মাদকবিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন শ্রীপুর বিওপির আওতাধীন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

মতবিনিময় সভায় সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার, পাচার ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা হয়। পাশাপাশি মাদকবিরোধী বার্তা প্রচারে লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

সিলেটে বিজিবির উদ্যোগে মাদকবিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পরবর্তীতে বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ এবং ডা. মো. আবু সালমানের নেতৃত্বে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে প্রায় ৮৫০ জন সীমান্তবর্তী প্রান্তিক ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসি (তদন্ত), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

প্রসঙ্গত, সীমান্ত অঞ্চলে মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সেবাও দিয়ে যাচ্ছে বিজিবি, যা শুধু নিরাপত্তাই নয়, সমাজকল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।