সেন্টমার্টিনে কোস্টগার্ডের হাতে দুই ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলে আটক! - Southeast Asia Journal

সেন্টমার্টিনে কোস্টগার্ডের হাতে দুই ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলে আটক!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করার অপরাধে ২টি মাছ ধরার ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। ২৯ নভেম্বর শুক্রবার ভোরে কক্সবাজারের সেন্টমাটিনের ৫৬ নটিকেল মাইল এলাকায় বাংলাদেশ জলসীমানার ভেতরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাদ মোহাম্মদ তাইম জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় সেখান থেকে ২টি মাছ ধরার নৌকাসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। সেন্টমার্টিন ইউনিয়নের আয়তন ১৯৭৭ একর (৮ বর্গ কিলোমিটার)। টেকনাফ উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। এ ইউনিয়নের চতুর্দিকে বঙ্গোপসাগর, তবে উত্তরে টেকনাফ উপজেলার মূল ভূখণ্ডের সাবরাং ইউনিয়ন এবং পূর্বে মায়ানমারের মূল ভূখণ্ডের রাখাইন প্রদেশ অবস্থিত।