সেনাবাহিনীর নিরাপত্তায় পঞ্চগড়ে নির্বিঘ্নে রথযাত্রা উৎসব উদযাপন

সেনাবাহিনীর নিরাপত্তায় পঞ্চগড়ে নির্বিঘ্নে রথযাত্রা উৎসব উদযাপন

সেনাবাহিনীর নিরাপত্তায় পঞ্চগড়ে নির্বিঘ্নে রথযাত্রা উৎসব উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের ‘রথযাত্রা’ উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পঞ্চগড়ে পুলিশ প্রশাসনের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও।

দিনটি উদযাপন উপলক্ষে ও সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার (২৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়।

পঞ্চগড় আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য চৌরঙ্গী মোড়, ইসকন মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন।

পঞ্চগড় সেনা ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, ‘অন্যান্য সময় ও দিনের মতো রথযাত্রায় জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকেই কঠোর অবস্থানে ছিলাম আমরা। এদিন পঞ্চগড় আর্মি ক্যাম্পের অর্ধশতাধিক সেনা সদস্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করেছে।’

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টায় পঞ্চগড় পৌরসভার চাঁদপাড়া এলাকার ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রা আবার মন্দিরেই শেষ হয়। এতে প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

আগামী ৭ দিন ইসকন মন্দিরে পূজা-অর্চনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব চলবে বলে আয়োজকরা জানিয়েছেন। পূজা-অর্চনা শেষে উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে।

এদিকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৩ টি ও দেবীগঞ্জ উপজেলার ৩ টি রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন। আর এ রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।