সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে রায় জানাল হেগের স্থায়ী সালিশি আদালত

সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে রায় জানাল হেগের স্থায়ী সালিশি আদালত

সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে রায় জানাল হেগের স্থায়ী সালিশি আদালত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিন্ধু পানি চুক্তি নিয়ে করা একটি মামলায় পাকিস্তানের পক্ষে রায় দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগের পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন তথা স্থায়ী সালিশি আদালত (পিসিএ)। আদালত ‘সাপ্লিমেন্টাল অ্যাওয়ার্ড অব কমপিটেন্স’ জারি করেছেন, যেখানে বলা হয়েছে যে, ভারত একতরফাভাবে চুক্তিটি স্থগিত রাখতে পারে না।

পিসিএ’র বিধি অনুসারে, সাপ্লিমেন্টাল অ্যাওয়ার্ড হচ্ছে আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রাথমিক সিদ্ধান্তের পর জারি করা একটি অতিরিক্ত রায়, যা সাধারণত একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে দেয়া হয় যেটা সম্পূর্ণরূপে সমাধান হয়নি বা এখতিয়ার, যোগ্যতা, বা চুক্তি বা চুক্তির ব্যাখ্যার মতো নির্দিষ্ট বিষয়গুলো স্পষ্ট করার জন্য দেয়া হয়।

গত এপ্রিল মাসে অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ওই ঘটনার জন্য নয়াদিল্লি কোনো প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে দায়ী করে এবং একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।

পাকিস্তান পানি চুক্তি স্থগিত করার যেকোনো প্রচেষ্টাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে অভিহিত করে। দেশটির নেতারা বলেন, সিন্ধু পানি চুক্তি একতরফা স্থগিত করার কোনো বিধান নেই। ইসলামাবাদ এরপর জানায়, তারা ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন অন ল অফ ট্রিটিজের লঙ্ঘনের কথা উল্লেখ করে স্থায়ী সালিশি আদালতে মামলার ঘোষণা দেয়।

শুক্রবার (২৭ ‍জুন) স্থায়ী সালিশি আদালতের (পিসিএ) রায়ে বলা হয়, আদালতের সিদ্ধান্ত হলো যে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে বা স্থগিত রাখতে পারে না।

পিসিএ’র বিবৃতি মতে, ‘আদালত প্রথমে চুক্তির শর্তাবলী বিবেচনা করেছে, যেখানে চুক্তি একতরফা ‘স্থগিত’ করার বিধান নেই; বরং এর শর্তাবলী অনুসারে, ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্মতিতে বাতিল না হওয়া পর্যন্ত চুক্তিটি বলবৎ থাকবে।’

স্থায়ী সালিশি আদালতের এই রায়কে নিজেদের ‘আইনি জয়’ হিসেবে দেখছে পাকিস্তান। দেশটির সরকারের এক বিবৃতি অনুসারে, পাকিস্তান পিসিএর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে, সিন্ধু পানি চুক্তির বিরুদ্ধে ভারতের একতরফা পদক্ষেপ সত্ত্বেও আদালত তার ন্যায্যতা নিশ্চিত করেছে।

তবে রায় প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুর প্রতিবেদন মতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পিসিএর ‘সাপ্লিমেন্টাল অ্যাওয়ার্ড’কে ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে এবং বলেছে, তারা এই আদালতকেই স্বীকৃতি দেয় না।

মন্ত্রণালয়ের বিবৃতিতে মতে, ‘ভারত কখনও এই কথিত সালিসি আদালতের আইনগত অস্তিত্ব স্বীকার করে না। আমাদের অবস্থান হলো, এই সালিসি ট্রাইব্যুনালের গঠন সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন এবং এই ফোরামে যেকোনো কার্যক্রম ও রায় অবৈধ ও বাতিল।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।