থানচির বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীর মাঝে ৩৮ বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

থানচির বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীর মাঝে ৩৮ বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

থানচির বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীর মাঝে ৩৮ বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন থানচি উপজেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে আজ বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল, ইরেজার এবং চকলেট। এছাড়াও শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস নেয়া হয়।

এ সময় বিজিবির পদস্থ কর্মকর্তা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

থানচির বলিপাড়ায় ২৭০ শিক্ষার্থীর মাঝে ৩৮ বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা নয়, বরং জনকল্যাণমূলক কাজেও সর্বদা নিয়োজিত।

তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে পার্বত্য এলাকার শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং জাতির কর্ণধার। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি রাষ্ট্রেরও ভূমিকা রয়েছে।

তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যশিক্ষা নয়, বরং দেশপ্রেম ও নৈতিক শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্ত সংলগ্ন দুর্গম অঞ্চলে মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।