বর্ডার গার্ড বাংলাদেশ: ঐতিহ্য ও গৌরবের ২৩০ বছর
![]()
নিউজ ডেস্ক
‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ খ্যাত ২৩০ বছরের সমৃদ্ধ ইতিহাস ও গৌরবান্বিত ঐতিহ্যবাহী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৭৯৫ সালের ২৯ জুন ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ নামে এই বাহিনীর ঐতিহাসিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা লাভের পর সুদীর্ঘ পথ পরিক্রমায় ফ্রন্টিয়ার গার্ডস, বেঙ্গল মিলিটারি পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, ইস্ট পাকিস্তান রাইফেলস, বাংলাদেশ রাইফেলস এবং সর্বশেষ বর্ডার গার্ড বাংলাদেশ নামে এই বাহিনী তার দায়িত্ব-কর্তব্যের ব্যাপকতা ও কর্মকুশলতার বহুমাত্রিকতা বৃদ্ধি করে আজ একটি আধুনিক, সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে বিবর্তিত হয়েছে।
আরও জানতে: রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে আজকের বর্ডার গার্ড বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় বিজিবি তার প্রতিষ্ঠার ২৩০তম বছর অতিক্রম করলো যা এই উপমহাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।