পাহাড়ে শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনার অবদান অবিস্মরণীয় – দীপঙ্কর তালুকদার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ী পল্লীতে শিক্ষার আলো পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতল আর পাহাড়ের মধ্যকার পার্থক্য দূর করেছেন মন্তব্য করে রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, পাহাড়ে শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। তিনি বলেছেন, শেখ হাসিনা পাহাড়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছেন, এখন সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তিনি প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ সন্তানেরা যাতে সুশিক্ষিত ও অসাম্প্রদায়িক চেতনার আদর্শ ধারন করে বেড়ে উঠে সে ব্যাপারে সচেতন থাকার আহবান জানান।
গত ২৯ নভেম্বর শুক্রবার লংগদু উপজেলাধীন বিজিবি’র রাজনগর জোন, গুলশাখালী ইউনিয়ন পরিষদ, বর্ডার গার্ড মডেল কলেজ, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও সীমান্তপ্রহরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র-ছাত্রী, অভিভাবকদের ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ এর বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান ও গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়কে এমপিওভূক্ত করতে অবদান রাখায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রাজনগর জোন অধিনায়ক লেঃ কর্ণেল এম এম গোলাম মোহায়মেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল বারেক সরকার, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অং সুই প্রু চৌধুরী, মনোয়ারা আক্তার জাহান, ৩ নং গুলাশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবু নাছির, গুলশাখালী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বির রহমান, গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে লংগদু তিন টিলা বন বিহারের নব নির্মিত ভবন ও লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রী নিবাস উদ্বোধন করেন দীপংকর তালুকদার।
প্রসঙ্গত, সম্প্রতি রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, লংগদু বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা, কালাপাকুজ্জ্যা সেনা মৈত্রী জুনিয়র বিদ্যালয় ও মাইনীমুখ আলিম মাদ্রাসা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত হয়।