বিলাইছড়িতে অসুস্থ অসহায়দের চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও রোগাক্রান্ত ১২ জন ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী।
বিলাইছড়ি জোন (৩২ বীর)-এর উদ্যোগে আজ সোমবার জোন সদরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১২ জন ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা চিকিৎসা সহায়তা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ফারদিন আফজাল।
তিনি বলেন, “পার্বত্য অঞ্চলে শুধু নিরাপত্তাই নয়, মানবিক দায়বদ্ধতা থেকেও সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। অপারেশন উত্তরণ-এর অংশ হিসেবে আমরা এই জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করছি।”
সহায়তা পাওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন এবং চিকিৎসার ব্যয়ভার বহনে ছিলেন অক্ষম। সেনাবাহিনীর এ সহায়তা তাদের কাছে ‘আশার আলো’ হয়ে এসেছে বলে জানান তারা। একাধিক উপকারভোগী বলেন, “আমরা হতদরিদ্র। চিকিৎসার খরচ মেটাতে পারছিলাম না। আজ সেনাবাহিনীর কারণে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে। আমরা কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, বিলাইছড়ি জোন এর আগেও শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা শিবির, খাদ্য সহায়তা এবং দুর্গম এলাকায় অবকাঠামো উন্নয়নের মতো জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগে স্থানীয় জনগণের আস্থা যেমন বেড়েছে, তেমনি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধও গভীরতর হয়েছে।
উল্লেখ্য, এই মানবিক সহায়তা পার্বত্য অঞ্চলে রাষ্ট্রের উপস্থিতি ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।