টংগাবতির ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র মৌসুমি ফল ও ক্রীড়া সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের টংগাবতিস্থ আরুং আনৈই ম্রো ছাত্রাবাসে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে মৌসুমি ফল ও ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী পৌঁছে দেন পিসিসিপির জেলা সভাপতি মো. আসিফ ইকবাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকত।
এই উপহার প্রদান কার্যক্রম কেবল মানবিক সহযোগিতারই নয়, বরং পার্বত্য চট্টগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি অনন্য দৃষ্টান্ত।

‘১২ জাতির ঐক্যতান, সম্প্রীতির বান্দরবান’—এই স্লোগানে পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর সমঅধিকার ও সম্মান নিশ্চিত করতে পিসিসিপি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
উপহার বিতরণকালে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও সম্মান নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন আন্তঃসম্প্রদায়িক মেলবন্ধন, বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান।
উল্লেখ্য, পিসিসিপি এর আগেও জেলার বিভিন্ন বিদ্যালয় ও ছাত্রাবাসে শিক্ষা সামগ্রী, শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করেছে, যা পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি গড়তে সহায়ক ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।