পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত একশটি স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন।

বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ ও দুর্যোগবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং কার্যক্রম শুরু করতে গিয়ে তিনটি প্রধান চ্যালেঞ্জ দেখা দিয়েছে—দুর্গম এলাকায় বিদ্যুতের অভাব, ইন্টারনেট সংযোগের অনুপস্থিতি এবং দক্ষ শিক্ষকের ঘাটতি। এ সমস্যা সমাধানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ সরবরাহ, মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা।

পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

তিনি বলেন, “প্রথম ধাপে একশটি স্কুল চিহ্নিত করতে হবে যেখানে ই-লার্নিং চালু করা সম্ভব। কোন স্কুলে কী ঘাটতি রয়েছে, কী কী সরঞ্জাম লাগবে তার তালিকা দ্রুত তৈরি করে কাজ শুরু করতে হবে। চলতি বছরের মধ্যেই সেখানে অনলাইনে ক্লাস শুরু করতে হবে।”

প্রফেসর ইউনূস আরও বলেন, “যারা ঢাকার বড় স্কুলে পড়ায়, সেই ভালো মানের শিক্ষকরা ভার্চুয়াল ক্লাসে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান ও ইংরেজি শেখাবে। এতে সেখানকার ছেলে-মেয়েরাও পিছিয়ে থাকবে না। সুযোগ পেলে পাহাড় থেকেও অনেক মেধাবী শিক্ষার্থী উঠে আসবে।”

বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের বিষয়েও আলোকপাত করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, পাহাড়ের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবকাঠামো ও মানবসম্পদের সংকট রয়েছে। ই-লার্নিং চালু হলে তা ওই অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।