পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমানে বোমা বিস্ফোরণ, নিহত ১, আহত ৩

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমানে বোমা বিস্ফোরণ, নিহত ১, আহত ৩

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমানে বোমা বিস্ফোরণ, নিহত ১, আহত ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার রাজোয়া গ্ৰাম। সেখানকার এক পরিত্যক্ত কাঁচা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে তিনজন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজোয়া গ্ৰাম এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

jagonews24.com

জানা গেছে, শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে হঠাৎ করে পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উৎস খুঁজতে গ্রামের আশপাশের মানুষজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারা দেখতে পান একটি কাঁচা বাড়িতে আগুন জ্বলছে। বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই গ্রামের একাধিক বাড়ির চাল উড়ে যায়। একটি বাড়ির দেয়াল সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে।

ঘটনার খবর যায় কাটোয়া থানায়। কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজ শুরু হয়।

পরিত্যক্ত ওই বাড়ির ভেতর থেকে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের একজনকে মৃত বলে ঘোষণা দেন। এছাড়া তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় বাসিন্দা রাজেশ বলেন, গতকাল রাতে হঠাৎ করে দুবার বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বাড়ির বাইরে বেরিয়ে দেখি একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে। বিস্ফোরণের তীব্রতা ভয়ংকর ছিল। আশেপাশের পাকা বাড়িও কেঁপে উঠেছিল। পরে পুলিশ এসে আহতদের এখান থেকে নিয়ে যায়। কী কারণে বিস্ফোরণ ঘটেছে কিছুই বলতে পারবো না।

jagonews24.com

অপর এক স্থানীয় বাসিন্দা সারুবিবি বলেন, শুনলাম গ্যাস বিস্ফোরণ করেছে। পরে পুলিশ এসে আহতদের এখান থেকে নিয়ে গেছে। আমরা খুব আতঙ্কে আছি। আমাদের গ্রামে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম এবং পরিচয় এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। গ্রামের বাসিন্দা তুফান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।