বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তি পালিত - Southeast Asia Journal

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তি পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি পালিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তি। এই উপলক্ষে ২রা ডিসেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, ডিজিএফআই খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল মোঃ নাজিম উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টাউন হলে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, চুক্তির সিংহভাগ বাস্তবায়িত হয়েছে। আগামীতে আওয়ামীলীগ সরকার জনগণের সেবা করার সুযোগ পেলে চুক্তিটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১তম বর্ষপূর্তি উপলক্ষে সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্প্রীতি কনসার্টের আয়োজন করেছে খাগড়াছড়ি রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের কয়েক দশকের বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রনে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মায়’ বাংলাদেশ সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও শান্তিবাহিনীর প্রধান সন্তু লারমা। এখানে উল্লেখ্য, কোনো প্রকার তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এবং কোনো বিদেশি শক্তিকে যুক্ত না করেই এ শান্তি চুক্তি বাস্তবায়ন হয়েছিল যা বিশ্বের ইতিহাসে প্রথম।