শান্তিচুক্তির বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা)'র র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

শান্তিচুক্তির বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা)’র র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএম লারমা) সমর্থকরা। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে সংগঠনটির উদ্যেগে ২রা ডিসেম্বর সোমবার সকালে জেলা শহরের লারমা স্কয়ার থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুভাষ কান্তি চাকমা, যুব বিষয়ক সম্পাদক প্রণব চাকমা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক উজ্জ্বল কিরণ ত্রিপুরা, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, মহিলা সমিতির সভানেত্রী কাকলী খীসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের নেত্রী পদ্মা রানী বারী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মৌলিক বিষয়সহ পার্বত্যচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন, পাহাড়ে চুক্তি বাস্তবায়নের ধীর গতির কারনে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছে পাহাড়ের মানুষ। তাই সরকারের নিকট দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবী জানান বক্তরা। পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারাকারী শান্তি চুক্তি স্বাক্ষরকারী জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (প্রসীত) কে নিষিদ্ধের দাবীও জানান তারা।

You may have missed