মানিকগঞ্জে ১৮শ পিস ইয়াবাসহ খাগড়াছড়ির ত্রিপুরা যুবক আটক, পাচার হচ্ছিলো পাবনায়

মানিকগঞ্জে ১৮শ পিস ইয়াবাসহ খাগড়াছড়ির ত্রিপুরা যুবক আটক, পাচার হচ্ছিলো পাবনায়

মানিকগঞ্জে ১৮শ পিস ইয়াবাসহ খাগড়াছড়ির ত্রিপুরা যুবক আটক, পাচার হচ্ছিলো পাবনায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লব ত্রিপুরা (২৭) নামে এক পাহাড়ি যুবককে আটক করেছে শিবালয় থানা পুলিশ। রবিবার গভীর রাতে শিবালয় থানা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বিপ্লব ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা গ্রামের বিমলকান্তি ত্রিপুরার ছেলে।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শিবালয় থানা মোড়ে আরিচাগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা এক যুবক আচমকা দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলরত পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশিতে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৪০ হাজার টাকা।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব ত্রিপুরা জানায়, ইয়াবাগুলো মিয়ানমার থেকে সরবরাহ হয়ে এসেছে এবং তা পাবনার সুজানগরের সৈক্ষেতু এলাকার এক নারী মাদক ব্যবসায়ী ‘নার্গিস’–এর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, আটককৃত বিপ্লব ত্রিপুরাসহ দুজনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম ও সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা পাচারের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে তরুণ পাহাড়িদের একটি অংশ এই চোরাচালান চক্রে জড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। প্রশাসনের কড়া নজরদারি ও আন্তঃজেলা মাদক চক্রের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।